রবি বিকাশ রিচার্জ অফার ২০২৩ : নতুন অফার

বিকাশ বিভিন্ন রকমের মোবাইল অপারেটর কোম্পানিতে রিচার্জ অফার সংক্রান্ত নানা রকম অফার দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রয়েছে রবি বিকাশ রিচার্জ অফার গুলো।

বিকাশ রবি রিচার্জ অফার সম্পর্কিত তথ্য আপনি যদি জানেন, তাহলে এখান থেকে রিচার্জ করার পরিবর্তে আপনি ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন।

এক্ষেত্রে বিভিন্ন সময়ে এই সমস্ত রিচার্জ অফার পরিবর্তিত হয়ে থাকে। সেজন্য, আপনাকে এমন কিছু রিসোর্স সম্পর্কে জেনে নিতে হয় যেখান থেকে আপনি রিচার্জ অফার সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারবেন।

আর আজকের এই আর্টিকেলে আলোচনা করা হবে এরকম দুইটি উপায় সম্পর্কে। যেখান থেকে আপনি রবি রিচার্জ অফার সম্পর্কিত তথ্য সংগ্রহ করে নিতে পারবেন।

রবি অ্যাপ ব্যবহার করার মাধ্যমে বিকাশ রিচার্জ অফার

আপনি যদি রবি এপ ব্যবহার করেন, তাহলে অ্যাপ ব্যবহার করার মাধ্যমে রিচার্জ অফার সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিতে পারেন।

এক্ষেত্রে যখনই আপনি আপনার নির্দিষ্ট ডিভাইসের জন্য রবি মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিবেন, তখন আপনার নাম্বার দিয়ে এই অ্যাপের যার মধ্যে লগ-ইন করে নিন।

এবং লগইন করে নেয়ার কাজ সফলভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরে এই অ্যাপের ড্যাশবোর্ডে বিভিন্ন রকমের রিচার্জ অফার সংক্রান্ত তথ্য দেখতে পারবেন।

এছাড়াও, রবি কাস্টমার সাপোর্ট থেকে আপনি রবি রিচার্জ অফার সংক্রান্ত তথ্য জেনে নিতে পারেন।

এক্ষেত্রে রবি কাস্টমার কেয়ার নাম্বার এ কল করার মাধ্যমে রিচার্জ অফার সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

রবি কাস্টমার কেয়ার নাম্বার হলো: 121

উপরে উল্লিখিত কাস্টমার কেয়ার নাম্বারে কল করার মাধ্যমে আপনি যেকোন রকমের সেবা নিতে পারবেন। তার মধ্যে থেকে বিকাশ রিচার্জ অফার অন্যতম।

বিকাশ ওয়েবসাইট ব্যবহার করে রিচার্জ অফার

আপনি যদি বিকাশ অ্যাপ কিংবা বিকাশ ওয়েবসাইট ব্যবহার করেন, তাহলে সেখান থেকে রিচার্জ অফার সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারেন।

অর্থাৎ, যেকোনো রকম সিমের জন্য রিচার্জ অফার সম্বন্ধে যে সমস্ত তথ্য রয়েছে, সেগুলো আপনি রিচার্জ অফারের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারবেন।

রিচার্জ অফার সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেয়ার জন্য সর্বপ্রথম নিম্নলিখিত লিংকে ভিজিট করুন।

যখনই উপরিউল্লিখিত লিংকে ভিজিট করবেন তখন রবি রিচার্জ অফার সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।

রবি বিকাশ রিচার্জ অফার ২০২৩ : নতুন অফার

রিচার্জ অফার সংক্রান্ত যে সমস্ত অফার বর্তমান সময়ে অর্থাৎ মার্চ ২০২৩ সালে উন্মুক্ত রয়েছে, সেগুলো নিচে তুলে ধরা হলো:

রবি প্রিপেইড বা পোস্টপেইড নাম্বারে-

• ১২৭ টাকা রিচার্জে ২০০ মিনিট, সাথে ৫ টাকা বিকাশ ক্যাশব্যাক; মেয়াদ ১০ দিন 

• ১৮৯ টাকা রিচার্জে ১৮ জিবি, সাথে ১২ টাকা বিকাশ ক্যাশব্যাক; মেয়াদ ৭ দিন

• ৩৫৮ টাকা রিচার্জে ৫৩০ মিনিট + ১ জিবি, সাথে  ৩০ টাকা বিকাশ ক্যাশব্যাক; মেয়াদ ৩০ দিন

• ৬০৯ টাকা রিচার্জে ১০০০ মিনিট + ১ জিবি, সাথে ৬০ টাকা বিকাশ ক্যাশব্যাক; মেয়াদ ৩০ দিন

• ৬৯৮ টাকা রিচার্জে ৬০ জিবি (৫০ জিবি + ১০ জিবি বোনাস), সাথে ৬৫ টাকা বিকাশ ক্যাশব্যাক; মেয়াদ ৩০ দিন

• ৮৯৯ টাকা রিচার্জে ১০০০ মিনিট + ৫০ জিবি, সাথে ৭০ টাকা বিকাশ ক্যাশব্যাক; মেয়াদ ৩০ দিন

উপরে লিখিত অফারগুলো একজন বিকাশ একাউন্ট ব্যবহারকারী হিসেবে আপনি পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে সিম হিসেবে অবশ্যই রবি সিম ব্যবহারকারী হতে হবে।

Scroll to Top