বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার নিয়ম – Bkash personal retail account

আপনি যদি, Bkash personal retail account এর নাম শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বিকাশ পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য-উপাত্ত সম্পর্কে জেনে নিতে চাইবেন।

আর, Bkash personal retail account সংক্রান্ত যে সমস্ত বিষয়াদি রয়েছে প্রায় প্রত্যেকটি বিষয় সম্পর্কে আপনি যদি জেনে নিতে চান, তাহলে সেই সম্পর্কে তথ্য এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন।

Bkash personal retail account কি?

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট হল ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তৈরী করার মতো একটি বিকাশ একাউন্ট। যার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করতে পারবেন এবং বিকাশ এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবে।

এই একাউন্টের মাধ্যমে একজন একাউন্ট হোল্ডার বিকাশের গ্রাহকসংখ্যার কাছ থেকে যেকোনো সময় পেমেন্ট নিতে পারবেন এবং সেই বিনিময়ে তাদের পণ্য বিক্রি করতে পারবেন।

একই সাথে ব্যবসা পরিচালনার জন্যে তাদের সাপ্লায়ার বা ভ্যালু চেইনের পেমেন্ট পরিশোধ করতে পারবেন। বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টে প্রতি লেনদেনের লিমিট হচ্ছে ৩০,০০০ টাকা।

অর্থাৎ বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা লেনদেন করা সম্ভব।

বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম

আপনি যদি বিকাশ পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে বেশ কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে এবং তারপরে একাউন্ট খোলার কাজ সম্পন্ন করতে হবে।

বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার জন্য সর্বপ্রথম ধাপ হিসেবে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল নিম্নলিখিত লিংকে ভিজিট করতে হবে।

যখনই আপনি উপরিউল্লিখিত লিংকে ভিজিট করবেন, তখন নিম্নলিখিত স্ক্রীনশটএর মত একটি পেইজ দেখতে পারবেন। যেখান থেকে আপনি পর্যায়ক্রমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার নিয়ম - Bkash personal retail account

একাউন্ট তৈরি করার জন্য আপনাকে যে সমস্ত ধাপ পাড়ি দিতে হবে কিংবা যে সমস্ত তথ্যের প্রয়োজন হবে সেগুলো সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হলো।

  • ভালো অভিজ্ঞতার জন্য গুগল ক্রোম ব্রাউজার (প্রস্তাবিত)
  • নিজ নামে নিবন্ধিত মোবাইল সিম যেটি দিয়ে অন্য কোন ধরণের বিকাশ একাউন্ট নেই (আবশ্যক)
  • জাতীয় পরিচয়পত্র (আবশ্যক)
  • মোবাইল সিম -এর মালিকানার প্রমানপত্র (আবশ্যক)
  • নিজের চেহারার ছবি তোলা (আবশ্যক)
  • নমিনির জাতীয় পরিচয়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে আবশ্যক)
  • ইউটিলিটি বিলের কপি (ঐচ্ছিক)
  • ই-মেইল (প্রযোজ্য ক্ষেত্রে আবশ্যক)
  • পেশার প্রমাণপত্র (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার জন্য প্রযোজ্য)

ঘরে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে সমস্ত বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে একাউন্ট তৈরি করার জন্য আপনাকে এই পদ্ধতি অনুসরণ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টের সুবিধা

এবার আপনি যদি এক নজরে, Bkash personal retail account সুবিধা সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিতে চান, তাহলে সেই সংক্রান্ত তথ্য নিচে থেকে সংগ্রহ করে নিতে পারেন।

  • আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে সেলফ রেজিস্ট্রেশন করার মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
  • এই একাউন্ট তৈরি করার জন্য আপনাকে কোনরকমে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে না অর্থাৎ ট্রেড লাইসেন্স এর কোন প্রয়োজন হয় না।
  • আবেদনকারী তার ব্যক্তিগত বিকাশ একাউন্ট এর পাশাপাশি একই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নতুন মােবাইল নাম্বার দিয়ে পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে পারবেন।
  • আপনার যদি একটি রিটেইল অ্যাকাউন্ট থাকে তাহলে গ্রাহক চাইলে খুব সহজেই পেমেন্ট গেটওয় কিংবা পেমেন্ট লিংক ব্যবহার করার মাধ্যমে পেমেন্ট করতে পারবে।
  • পার্সোনাল রিটেইল একাউন্ট হােল্ডার যেকোনো বিকাশ কাস্টমার কে টাকা পাঠাতে পারবেন।
  • পার্সোনাল রিটেইল একাউন্ট হােল্ডার যেকোনাে সময় বিকাশ এজেন্ট অথবা অনুমােদিত এটিএম এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন ইত্যাদি।

উপরে উল্লেখিত সুযোগসুবিধা ছাড়াও একজন বিকাশ পার্সোনাল একাউন্ট গ্রাহক আরও বেশি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

এই আর্টিকেলে, Bkash personal retail account তৈরি করার নিয়ম কিংবা একাউন্টের সুবিধা সংক্রান্ত যাবতীয় তত্ত্ব আলোচনা করা হলো।

Scroll to Top