বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম | BKash Mobile Recharge

আপনি হয়তো এ সম্পর্কে জানেন যে, আপনি চাইলে বিকাশ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারেন। BKash Mobile Recharge নিয়ম সম্পর্কে এই আর্টিকেলে আলোচনা করা হবে।

অর্থাৎ আপনি যদি বিকাশ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার সহজ নিয়ম রয়েছে, সেই সহজ নিয়ম সম্পর্কে জেনে নিতে চান, তাহলে এই আর্টিকেলটি দেখে নিতে পারেন।

বিকাশ থেকে মোবাইল রিচার্জ কিভাবে করবেন?

আপনি চাইলে দুইটি ভিন্ন উপায়ে খুব সহজে বিকাশ একাউন্ট থেকে আপনার যেকোন রকমের সিমে রিচার্জ করে নিতে পারবেন।

এর মধ্যে থেকে একটি হলো ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে, আর অন্যটি হলো বিকাশ অ্যাপ ব্যবহার করে।

এই পোস্টে মূলত, এই দুইটি ভিন্ন উপায়ে কিভাবে রিচার্জ করতে হয় সেই সম্পর্কে আলোচনা করা হবে।

বিকাশ অ্যাপ ব্যবহার করে BKash Mobile Recharge

খুব সহজে আপনি যদি কয়েকটি ক্লিকের মাধ্যমে বিকাশ থেকে রিচার্জ করতে চান, তাহলে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারেন।

মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে সর্বপ্রথম বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে কিংবা আপনার ডিভাইসে অ্যাপ থাকলে, সেই এপে প্রবেশ করতে হবে।

Download For Android

Download For IOS

যখনই আপনি আপনার বিকাশ এর যে পিন নাম্বার রয়েছে, সেই পিন নাম্বার দিয়ে একাউন্ট এ লগিন করে নিবেন, তখন আপনি অ্যাপের হোমপেজে চলে যেতে পারবেন।

হোমপেজে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি এখানে মোবাইল রিচার্জ নামের একটি অপশন পাবেন, মোবাইল রিচার্জ নামের অপশনের উপরে ক্লিক করুন।

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম | BKash Mobile Recharge

মোবাইল রিচার্জ অপশনটি উপরে ক্লিক করার পরে আপনাকে ডাইরেক্টলি অন্য আরেকটি পেইজ এ নিয়ে যাওয়া হবে।

সেখানে আপনি চাইলে যে ব্যক্তির নাম্বারে টাকা প্রেরণ করতে চান, সেই ব্যক্তির ফোন নাম্বার লিখতে পারবেন।

অথবা আপনার কন্টাক্ট লিস্টে সেই নাম্বারটি থাকলে সার্চ করার মাধ্যমে আপনি নাম্বারটি খুঁজে বের করতে পারবেন।

নাম্নারটি যথাযথভাবে বসিয়ে দেয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করুন।

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম | BKash Mobile Recharge

আর আপনি যত টাকা মোবাইল রিচার্জ করতে চান, সেই টাকার পরিমাণ মেনশন করুন এবং তারপরে ডান পাশের অ্যারো বাটন এ ক্লিক করুন।

 

এবার আপনার বিকাশ একাউন্টের যে পিন নাম্বার রয়েছে, সেই পিন নাম্বার যথাযথভাবে বসিয়ে দিন। পুনরায় নেক্সট বাটন হিসেবে খ্যাত যে অ্যারো রয়েছে, সেই অ্যারো উপরে ক্লিক করুন।

বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম | BKash Mobile Recharge

আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার যদি সঠিক থেকে থাকে, তাহলে আপনাকে সাকসেসফুলি সর্বশেষ পেজে নিয়ে যাওয়া হবে।

এবার আপনি চাইলে সবকিছু পুনরায় দেখে নিতে পারবেন এবং যদি সব কিছু ঠিক থাকে তাহলে ট্যাপ করুন নামক বাটনটির উপর জোরে চেপে ধরুন।

এই বাটনটির উপরে জোরে চেপে ধরলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল রিচার্জ সফল হয়ে যাবে।

আর উপরে উল্লেখিত উপায়ে আপনি চাইলে বিকাশ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন।

কোড ডায়াল করে BKash Mobile Recharge

এছাড়াও বিকাশ অ্যাপ ব্যবহার করা ছাড়াও আপনি যদি বিকাশের ইউএসএসডি কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করতে চান, তাহলেও সেটা করতে পারবেন।

এই কাজটি করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ

১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান।

২। “মোবাইল রিচার্জ” সিলেক্ট করুন।

৩। আপনার অপারেটর সিলেক্ট করুন।

৪। আপনার সংযোগের ধরন সিলেক্ট করুন ।

৫। যে নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বারটি দিন।

৬। যত টাকা রিচার্জ করতে চান তার পরিমাণ লিখুন।

৭। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন নাম্বার দিয়ে লেনদেনটি নিশ্চিত করুন।

উপরে উল্লেখিত পদক্ষেপগুলো অনুসরম করার পরে, যদি আপনার পিন নাম্বার এবং অন্যান্য ডকুমেন্টস সঠিক থেকে থাকে তাহলে মোবাইল রিচার্জ সফল হয়ে যাবে।

মোবাইল রিচার্জ সফল ভাবে সম্পন্ন হওয়ার পরে আপনার সিম নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ আসবে এবং দেখাবে যে মোবাইল রিচার্জ সফল হয়েছে।

এটিই হলো মূলত বিকাশ থেকে মোবাইল রিচার্জ করার যে দুইটি নিয়ম রয়েছিল, সেই দুইটি নিয়ম সম্পর্কে বিস্তারিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top