বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেটআপ করার নিয়ম

আপনি যদি বিকাশ একাউন্ট থেকে কম খরচে এজেন্টের মাধ্যমে টাকা ক্যাশ আউট করতে চান, তাহলে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করতে পারেন।

কিভাবে খুব সহজেই বিকাশ প্রিয় এজেন্ট যোগ করতে হবে, এই রিলেটেড বিস্তারিত এই আর্টিকেল আলোচনা করা হবে।

বিকাশ প্রিয় এজেন্ট যোগ করার নিয়ম

আপনি যদি BKash Priyo Agent যোগ করে নিতে চান, তাহলে আপনি চাইলে এই কাজটি দুইটি ভিন্ন উপায়ে করতে পারবেন।

এর মধ্যে থেকে একটি হলো ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে এবং অন্যটি হলো বিকাশ এপ ব্যবহার করার মাধ্যমে।

কাজটি খুব সহজে করে নেয়ার জন্য আপনি চাইলে বিকাশ এপ ব্যবহার করতে পারেন।

বিকাশ এপ ব্যবহার করে Priyo Agent যোগ করার নিয়ম

বিকাশ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি যদি আপনার বিকাশ একাউন্টে প্রিয় এজেন্ট যুক্ত করে নিতে চান, তাহলে প্রথমত বিকাশ অ্যাপের মধ্যে আপনার ইনফরমেশন দিয়ে লগিন করে নিন।

লগইন করে নেয়ার কাজ সম্পন্ন হয়ে গেলে এখানে থাকা অনেকগুলো অপশন এর মধ্যে থেকে, “ক্যাশ আউট” নামের অপশনের উপরে ক্লিক করে দিন।

বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেটআপ করার নিয়ম

ক্যাশআউট নামের অপশনটির উপরে ক্লিক করে দেয়ার পরে, এবার আপনি এখানে দেখতে পারবেন, হাজারে 14.90 টাকা দিয়ে ক্যাশ আউট করার জন্য সম্পূর্ণ একটি অপশন রয়েছে।

এই অপশনের উপরে ক্লিক করে দিন।

বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেটআপ করার নিয়ম

যখন আপনি এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন, তখন পেজটিকে যদি একটু নিচের দিকে স্ক্রল করেন কিংবা একটু নিচের দিকে তাকালে, এখানে “যোগ করুন” নামের একটি বাটন দেখতে পারবেন।

এই বাটনটির উপরে ক্লিক করে দিন।

যখন আপনি এই বাটনটির উপরে ক্লিক করে দিবেন, তখন আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে নাম্বারটি যুক্ত করে নিতে পারবেন।

কিংবা আপনার চাইলে ম্যানুয়ালি টাইপ করার মাধ্যমে নাম্বারটি যুক্ত করে নিতে পারবেন।

নাম্বারটি যুক্ত করে নেয়ার জন্য উপরের দিকে যে বক্সটি দেখতে পাবেন, সেই বক্সের মধ্যে এজেন্ট নাম্বার টাইপ করে নিন।

এখানে যখনই আপনি নাম্বারটি লিখে ফেলবেন, তখন নিচের দিকে অটোমেটিকলি যুক্ত করে নেয়ার মত একটি বাটন দেখতে পাবেন।

অর্থাৎ “পরের ধাপে যেতে ট্যাপ করুন” নামের যে অপশনটা পাবেন। সেই অপশনটি উপরে ক্লিক করে দিন।

বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেটআপ করার নিয়ম

যখনই আপনি এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন, তখন আপনি চাইলে এই নাম্বার রিলেটেড একটি নাম যুক্ত করে নিতে পারেন।

অথবা আপনি যদি কিউআর কোড ব্যবহার করার মাধ্যমে নাম্বারটি সেভ করেন, তাহলে অটোমেটিকলি নাম চলে আসবে এবং নাম্বারটি সেভ করে নেয়ার মত অপশন পেয়ে যাবেন।

যদি আপনি ম্যানুয়ালি নাম্বারটি টাইপ করেন, তাহলে নাম্বারটি দেয়ার পরে নাম্বার রিলেটেড একটি নাম যুক্ত করে নিন এবং তারপরে পাশে যে আইকন রয়েছে, সেই আইকন এর উপরে ক্লিক করে দিন।

যখনই আপনি এই আইকন এর উপরে ক্লিক করে দিবেন, তখন একদম সর্বশেষ পর্যায়ে হিসেবে আপনাকে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে নাম্বার দিয়ে সেভ করে নিতে হবে।

বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে দিলেই এটিই আপনার প্রিয় এজেন্ট হিসাবে সেটআপ হয়ে যাবে।

বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেটআপ করার নিয়ম

যখনই নাম্বারটি প্রিয় নাম্বার হিসেবে সেটআপ হয়ে যাবে, তখন আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন যে মেসেজের মাধ্যমে আপনি কনফার্ম হয়ে যাবেন যে নাম্বারটি প্রিয় এজেন্ট নাম্বারে হয়ে গেছে।

উপরে উল্লেখিত উপায়ে বিকাশ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে বিকাশ প্রিয় এজেন্ট যুক্ত করে নিতে পারবেন।

ইউএসএসডি কোড ডায়াল করে বিকাশ প্রিয় এজেন্ট

এছাড়াও আপনি যদি ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে বিকাশ প্রিয় এজেন্ট যুক্ত করে নিতে চান, তাহলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন।

  • প্রিয় এজেন্ট সেটআপ করে নেয়ার জন্য প্রথমে আপনার মুঠোফোন থেকে ডায়াল করুন *২৪৭#
  • এবং তার পরে যখনই বিকাশ মেনে চলে আসবে তখন, Cashout টাইপ করার জন্য 5 চাপুন।
  • এবং তার পরে যথাক্রমে  3 অর্থাৎ Bkash Priyo Agent Number চাপুন৷
  • এবং তারপরে 1 অর্থাৎ Add Priyo Number সিলেক্ট করুন।
  • তারপরে আপনি যে প্রিয় নাম্বার সেটাপ করতে চান, সেই নাম্বারটি টাইপ করে দিন এবং সর্বশেষে পিন নাম্বার দেয়ার মাধ্যমে নাম্বারটি সেটআপ করে নিন।

উপরে উল্লেখিত উপায় ইউএসএসডি কোড ডায়াল করার মাধ্যমে বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার সেটআপ করে নিতে পারবেন।

তাহলে আর দেরি না করে এখুনি উপরে উল্লেখিত উপায়ে বিকাশ প্রিয় নাম্নার যোগ করে নিন এবং উপভোগ করুন অসাধারণ বিকাশ ক্যাশ আউট চার্জ।

Scroll to Top