বিকাশ থেকে টাকা তোলার নিয়ম (দুইটি উপায়ে)

আমাদের মধ্যে যাদের বিকাশ একাউন্টে টাকা আছে তাদের বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে জেনে নেয়ার প্রয়োজন হয়।

অনেকের কাছে বিকাশ থেকে টাকা তোলার নিয়ম খুবই সহজ মনে হলেও অনেকেই এটিকে খুব ক্রিটিকাল হিসেবে দেখে এবং সহজেই বিকাশ একাউন্ট থেকে টাকা তুলতে পারেনা।

আর আপনি যদি বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে না জেনে থাকেন, তাহলে এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে।

বিকাশ থেকে টাকা তোলার নিয়ম বা পদ্ধতি

আপনি চাইলে সর্বমোট ২টি উপায়ে বিকাশ একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন আর সেই দুইটি উপায় নিচে মেনশন করা হলো।

  • বিকাশ এজেন্টের মাধ্যমে।
  • বিকাশ সাপোর্টেড এটিএম বুথের মাধ্যমে।

মূলত আপনি চাইলে বিকাশ এজেন্ট এবং বিকাশ সাপোর্টের যে সমস্ত এটিএম বুথ রয়েছে, সে সমস্ত এটিএম বুথের মাধ্যমে বিকাশ একাউন্ট থেকে টাকা তোলার কাজ সম্পন্ন করতে পারবেন।

তাহলে আর দেরি না করে এখনি দেখে নেয়া যাক কিভাবে এই ২ টি উপায় সহজেই বিকাশ একাউন্ট থেকে টাকা তোলার কাজ সম্পন্ন করতে পারবেন।

বিকাশ এজেন্ট থেকে টাকা তোলার নিয়ম

আপনি যদি বিকাশ থেকে সহজেই টাকা করতে চান, তাহলে বিকাশের যে সমস্ত এজেন্ট পয়েন্ট রয়েছে সে সমস্ত এজেন্টের কাছ থেকে টাকা তুলতে পারেন।

এক্ষেত্রে আপনাকে প্রথমত আপনার আশেপাশে যে সমস্ত বিকাশের এজেন্ট সেন্টার রয়েছে সে সমস্ত এজেন্টের দোকানে চলে যেতে হবে এবং তার পরে তাদেরকে এ বিষয়ে অবগত করতে হবে যে আপনি টাকা তুলবেন।

এবার আপনি যেহেতু এজেন্টের মাধ্যমে টাকা তুলতে চান, সেহেতু আপনাকে দুইটা উপায় বিকাশ থেকে টাকা তুলতে পারবেন। তার সেই দুইটি উপায় হলো বিকাশ মেনু কোডের মাধ্যমে এবং বিকাশ এর অফিশিয়াল এপের এর মাধ্যমে।

বিকাশের অফিশিয়াল অ্যাপসের মাধ্যমে আপনি যদি এজেন্টের মাধ্যমে টাকা দিতে চান, তাহলে প্রথমত বিকাশ এপ এ লগইন করুন এবং তারপরে এর হোমপেজ থেকে “ক্যাশ আউট” নামের অপশনের রয়েছে সেই ক্যাশ আউট অপশনটিতে ক্লিক করুন।

বিকাশ থেকে টাকা তোলার নিয়ম (দুইটি উপায়ে )

যখন আপনি ক্যাশ আউট অপশন সিলেক্ট করে নিবেন তখন আপনার সামনে দুইটি অপশন আসবে এর মধ্যে থেকে একটি হলো এজেন্ট এবং অন্যটি হলো এটিএম।

আপনি যেহেতু এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করতে চান, সে জন্য “এজেন্ট” সিলেক্ট করে নিন।

এর পরবর্তী Step  আপনি যে এজেন্ট একাউন্ট এর কাছে টাকা ক্যাশ আউট করতে চান, সেই এজেন্ট একাউন্ট নাম্বার টি বসিয়ে দিন। আপনি চাইলে বিকাশ এজেন্টের কাছ থেকে তার নাম্বারটা কালেক্ট করে নিতে পারেন।

নাম্বার দেয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে নাম্বারটি আপনি দিয়েছেন, সেই নাম্বারটি যাতে সঠিক হয়। অন্যথায় আপনার বিকাশ একাউন্টে টাকা অন্য যেকোনো জায়গায় চলে যেতে পারে।

বিকাশ থেকে টাকা তোলার নিয়ম (দুইটি উপায়ে )

এর পরবর্তী পেজে আপনি কত টাকা সেন্ড করতে চান সেই টাকার পরিমাণ মেনশন করুন এবং তারপরে কন্টিনুয়ে বাটনে ক্লিক করার পরে।

বিকাশ থেকে টাকা তোলার নিয়ম (দুইটি উপায়ে )

এবার একদম সর্বশেষ পেইজে আপনি চাইলে রেফারেন্স দিতে পারেন কিংবা রেফারেন্স না দেওয়ার মাধ্যমে আপনার বিকাশ পিন টাইপ করার মাধ্যমে ক্যাশআউট করার কাজ সম্পন্ন করতে পারেন।

মেনু কোড ডায়াল করে বিকাশ থেকে টাকা তোলার নিয়ম

এছাড়াও বিকাশ এপ ছাড়া আপনি যদি মেনু কোড ডায়াল করার মাধ্যমে ক্যাশ আউট করতে চান, তাহলে নিম্নলিখিত উপায়ে ক্যাশআউট করার কাজ সম্পন্ন করুন।

  • এই কাজটি করার জন্য প্রথমে *২৪৭# ডায়াল করুন।
  • এরপরে Cashout অপশনটি বেছে নিন।
  • তারপরের From Agent অপশনটি বেছে নিন।
  • তারপরে এজেন্টের নাম্বার লিখুন।
  • এরপরে টাকার পরিমান লিখুন৷
  • এরপরে বিকাশ মোবাইল মেন্যু পিন নাম্বারটি দিন।

তাহলে মেনু কোড ডায়াল করার মাধ্যমে যে বিকাশ থেকে টাকা তুলতে পারবেন৷

এটিএম বুথের মাধ্যমে টাকা উত্তোলন

এছাড়াও ব্র্যাক ব্যাংকের যে সমস্ত এটিএম বুথ থেকে সমস্ত এটিএম বুথের মাধ্যমে আপনি চাইলে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন।

এই কাজটি করার জন্য প্রথমত আপনাকে আপনার আশেপাশে থাকা যে সমস্ত বিকাশ সাপোর্টেড এটিএম বুথ হয়েছে সমস্ত এটিএম বুথ সন্ধান করতে হবে।

বিকাশ ক্যাশ আউট সাপোর্টেড যে সমস্ত এটিএম রয়েছে, সেগুলো এটিএম বুথের সন্ধান নেয়ার জন্য আপনি প্রথমত নিম্নলিখিত লিংক ভিজিট করুন এবং তারপর এখান থেকে এটিএম বুথ লোকেশন সিলেক্ট করে নিন।

Bkash ATM Location

 

যখনই আপনি এটিএম বুথ লোকেশন সিলেক্ট করে নিবেন, তখন আপনার এরিয়াতে যে সমস্ত এটিএম বুথ রয়েছে, সে সমস্ত এটিএম বুথ লোকেশন দেখতে পারবেন এবং এটিএম বুথ থেকে আপনি টাকা তুলতে পারবেন।

বিকাশ থেকে টাকা তোলার নিয়ম (দুইটি উপায়ে )

এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য আপনাকে যে সমস্ত পদক্ষেপ অনুসরণ করতে হবে, সেগুলো সম্পর্কে একটি স্পষ্ট ধারণা নিচে দেয়া হল।

আপনি চাইলে দুইটি উপায় এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন এর মধ্যে থেকে একটি হলো বিকাশ অ্যাপের মাধ্যমে এবং অন্যটি হলো বিকাশ এর মেনু কোড ডায়াল করার মাধ্যমে।

মেনু কোড ডায়াল করার মাধ্যমে আপনি যদি এটিএম ক্যাশ আউট করতে চান, তাহলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন।

  • এই কাজটি করার জন্য প্রথমে *২৪৭# ডায়াল করুন।
  • এরপরে Cashout অপশনটি বেছে নিন।
  • তারপরের From Atm অপশনটি বেছে নিন।
  • এরপরে বিকাশ মোবাইল মেন্যু পিন নাম্বারটি দিন।

এরপরে আপনার নাম্বারে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড ৫ মিনিট সক্রিয় থাকবে। যার মাধ্যমে আপনি এটিএম বুথের মাধ্যমে টাকা দিতে বলেন।

  • এটিএম বুথের মাধ্যমে টাকা তুলার জন্য আপনাকে এটিএম বুথের বামপাশের কোনার Bkash Cashout বাটনে চাপুন।
  • এরপরে আপনার পছন্দের ভাষা বেছে নিন।
  • তারপরে বিকাশ একাউন্ট নাম্বার দিন।
  • এরপরে আপনি কত টাকা ক্যাশ আউট করতে চান, সেই ক্যাশ আউট এর পরিমাণ লিখুন।
  • এর পরবর্তী পেইজে এসএমএসের মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোডটি দিয়ে দিন।
  • আপনার দেয়া তথ্যাবলী যাচাই করে নিশ্চিত করুন।
  • সর্বশেষ টাকা সংগ্রহ করুন।

এবং একদম সর্বশেষ যে আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস করলে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে হবে যে কত টাকা ক্যাশ আউট করেছেন।

আর এটি হল মূলত বিকাশ এটিএম বুথের মাধ্যমে টাকা তুলার যে উপায় রয়েছে সেই উপায় সম্পর্কে সর্বশেষ খবর।

আর উপরে উল্লেখিত উপায়ে মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই বিকাশ একাউন্ট থেকে টাকা তোলার কাজ সম্পন্ন করতে পারবেন।

আশাকরি, কিভাবে খুব সহজেই বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট এর কাজ সম্পন্ন করা যায় সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পেরেছেন।

Also Read: Bkash Priyo Number Setup | বিকাশ প্রিয় নাম্বার সেটআপ করা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top