নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম | how to deactivate nagad account

কোনো কারণে আপনার নগদ একাউন্ট যদি ব্যবহার অনুপযোগী হয়ে যায় তাহলে আপনি নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম জেনে নগদ একাউন্ট বন্ধ করে দিতে পারেন।

আর আপনি যদি নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে জেনে নিতে চান, কিংবা how to deactivate nagad account সম্পর্কে জেনে নিতে চান, তাহলে এই আর্টিকেলটি দেখতে পারেন।

এই আর্টিকেলের মূলত আলোচনা করা হবে কিভাবে আপনি চাইলে খুব সহজেই নগদ একাউন্ট বন্ধ করার কাজ সম্পন্ন করতে পারবে, এ সম্পর্কে বিস্তারিত।

নগদ একাউন্ট কেন বন্ধ করবেন?

কোন কারণে যদি আপনার নগদ একাউন্ট অকার্যকর হয়ে যায়, তাহলে আপনি নগদ একাউন্ট বন্ধ করে দিতে পারেন।

আপনি যদি নগদ একাউন্ট দ্বারা আর কোনো লেনদেন করতে না পারেন কিংবা লেনদেন করতে না চান, তাহলে আপনি এই একাউন্ট বন্ধ করার কাজে এগিয়ে যেতে পারেন।

একাউন্ট বন্ধ করার রিকোয়ারমেন্টস

অ্যাকাউন্ট যদি বন্ধ করতে চান, তাহলে আপনার একাউন্টে বন্ধ করার জন্য কিছু রিকয়ারমেন্ট এর প্রয়োজন হবে।

আর সে সমস্ত রিকোয়ারমেন্ট এবং ডকুমেন্ট সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

  • আপনি প্রথম যখন অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, যখন যে আইডি কার্ড দিয়ে তৈরি করেছিলেন সেই আইডি কার্ড সাথে থাকতে হবে।
  • আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্যই শূন্য করে দিতে হবে। অন্যথায় আপনার একাউন্ট বন্ধ করার কাজ সম্পন্ন হবে না।
  • আর আপনি যদি নগদ একাউন্ট ব্যালেন্স 0 করে দিতে চান, তাহলে নগদ এপ ব্যবহার পারেন এবং টাকা গুলো সেন্ড মানি করতে পারেন।
  • কারণ, নগদ অফিশিয়াল অ্যাপ মাধ্যমে যদি সেন্ড মানি করেন, তাহলে সমস্ত টাকাগুলো সেন্ড মানি করতে পারবেন।

এবার নগদের কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে, সেই কাস্টমার কেয়ার সেন্টারে চলে যেতে হবে এবং একাউন্ট বন্ধ করার কাজ সম্পন্ন করে নিতে হবে।

অ্যাকাউন্ট বন্ধ করা রিকোয়ারমেন্টস হিসেবে শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট তৈরি করার ডকুমেন্টস এবং একাউন্ট ব্যালেন্স একেবারে শূন্য করে দিতে হবে

আর আপনার কাছে যদি আইডি কার্ড এবং একাউন্ট ব্যালেন্স ০ হয়ে থাকে, তাহলে নগদ একাউন্ট বন্ধ করার কাজ সঠিকভাবে সম্পন্ন হয়ে যাবে।

নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম

এবার তাহলে জেনে নেয়া যাক, how to deactivate nagad account? এবং এ কাজ সম্পন্ন করতে পারেন।

নগদ একাউন্ট বন্ধ করার জন্য প্রথমত আপনাকে নগদের যে কাস্টমার কেয়ার সেন্টার রয়েছে বা নগদ সেবা সেন্টার রয়েছে, সেই নগদসেবা সেন্টারে চলে যেতে হবে।

আর আপনার আশেপাশে যে নগদ সেবা সেন্টার রয়েছে, সেই সেবা সেন্টার লোকেশন দেখে নিতে চাইলে নিম্নলিখিত লিংক এ ক্লিক করুন।

Search

 

উপরে উল্লেখিত লিংকে ক্লিক করার পরে আপনার আশেপাশে যে নগদ সেবা সেন্টার রয়েছে, সে সমস্ত নগদসেবা সেন্টার এর লোকেশন দেখে নিতে পারবেন।

এবার আপনি যেহেতু নগদ একাউন্ট বন্ধ করতে চান, সে জন্য আপনার নগদ একাউন্ট রিলেটেড যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো নিয়ে নগদ সেবা পয়েন্ট দিয়ে দিন।

নগদ সেবা পয়েন্টে চলে যাওয়ার পরে আপনি যখন তাদেরকে অ্যাকাউন্ট বন্ধ করা সম্পর্কে অবগত করবেন, তখন তারা আপনার অ্যাকাউন্ট বন্ধ করার কাজ সম্পন্ন করে দিবে।

আর, নগদ একাউন্ট বন্ধ করার একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেটি হলো নগদ সেবা পয়েন্টে যেতে হবে, এবং অ্যাকাউন্ট বন্ধ করে নিতে হবে।

অনেকে এ সম্পর্কে বলে যে আপনি চাইলে কাস্টমার কেয়ার নাম্বার এ কল করার মাধ্যমে অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন, তবে সেটা আপাতত সম্ভব নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top